প্রথা অনুযায়ী প্রতি বছরের মতো এই বছরেও বেলুড় মঠে চলছে কুমারী পুজোর আয়োজন। রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজদের ও জনসংযোগ বিভাগ থেকে জানাগিয়েছে বেলুড় মঠে স্বামী বিবেকানন্দ, মা সারদা দেবীর নামে সংকল্প করে প্রথম দুর্গাপুজো শুরু করেন। প্রথম বছরেই ৯ জন কুমারীকে একসঙ্গে পুজো করা হয়েছিল। আর সেই প্রথা মেনেই এখনও হয়ে চলেছে কুমারী পুজো। সেই ৯ জনের মধ্যে কোনো এক জনকে স্বামী বিবেকানন্দ নিজের হাতে পূজো করেছিলেন বলে জানাগিয়েছে। আর সেই প্রথা মেনেই নিয়মানুযায়ী আজ মহা অষ্টমীতে হবে কুমারী পূজো। সকাল থেকেই মন্ডপে অঞ্জলি দিতে মানুষের ভীড় জমছে। দুর্গাপুজোর সবচেয়ে আকর্ষণীয় দিন অষ্টমী পূজো। প্রতি বছরের মতো এই বছরেও মহাষ্টমীতে মূল মন্দিরে আত্মারামের কৌটা বার করে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মহাস্নান করানো হয়। পুজোর পরে পূজো ও মন্দির দর্শনার্থীদের মধ্যে ভোগ প্রসাদ বিতরণ করা হবে । বেলুড় মঠ কর্তৃপক্ষের দাবি, আজ প্রায় কয়েক লক্ষ ভক্তের সমাগম হবে। তাই জলপথ- স্থলপথে কড়া নজরদারি চালানো হবে। ও স্পিডবোটে জলপথে নজর থাকবে পুলিশের।
