আমরা সবাই প্রায় সব রকম খুনের কথা শুনেছি।যেমন, আজ এ ওকে খুন করলো,ভাই দাদা কে খুন করলো, ছেলে বাবাকে,নিজের বৌ কে।এমনও অনেক খুনের কথা শুনে থাকি।কিন্তু আজ এমন একটা খুনের কথা উঠে এলো যা কেও কোনো দিন শোনেনি। ছেলে মা কে খুন করার জন্য সুপারি কিলার নিয়োগ করলো।হ্যাঁ ঠিক শুনছেন এমনটাই ঘটেছে পশ্চিম দিল্লির পশ্চিমবিহার এলাকায়। নিজের মা কে পরকীয়ার সন্দেহের বসে ২২ বছরের ছেলে আনাস ৩ টি ছেলেকে সুপারি কিলার হিসেবে ভাড়া করেন তার মায়ের খুনের জন্য।
স্থানীয় সূত্রে জানা যায়, আনাসের বাবার মৃত্যুর পর থেকেই পশ্চিমবিহার এলাকায় একটি ফ্ল্যাটে থাকতেন আনাস ও তার মা। তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল না।এর পাশাপাশি আনাসের সন্দেহ ছিল তার মা প্রকিয়া সম্পর্কের সঙ্গে যুক্ত। এই নিয়ে অনেকবার তাদের মধ্যে ঝামেলাও হয়। কিন্তু গত ৬ ই অক্টোবর আচমকাই এক নাবালক সহ ৩ দুষ্কৃতী আনাসের মায়ের ওপরে চড়াও হয়। কিন্তু পরিস্থিতি উল্টো চাল দেয়।আনাসের মা দুষ্কৃতীদের ওপরে হামলা চালায়। পরিস্থিতি খারাপ বুঝে ২ দুষ্কৃতী পালিয়ে যায় কিন্তু ১ জনকে আটকে রাখে আনাসের মা। তারপর পুলিশ এসে তাকে থানায় নিয়ে গিয়ে জেরা করায় ছেলেটি সব বলে দেয়। যে আনাস তার নিজের মা কে খুন করবার জন্য ২ জন কে ভাড়া করে রাজেন্দ্র আর রাহুল। ধৃতের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযুক্ত আনাসকে গ্রেপ্তার করে পুলিশ।
