প্রায় দিনই সোনা যায় সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু ঘটেই থাকে। সোশ্যাল মিডিয়ার জেরে অনেক খারাপ ভালো ঘটনায় ঘটে। কিন্তু এই প্রথম সোনা গেলো জানা গেলো, যে সোশ্যাল মিডিয়ার জেরে ২ মাসের পরিচয়ে প্রথম দেখা হওয়ার ৬ ঘন্টা পরেই বিয়ে। ঘটনা টা অবাক ও অবিশাস্য হলেও এটাই যে সত্যি। কল্পনা যেন হার মানলো বাস্তবের কাছে। হুগলির হিন্দমোটরের সুদীপ ঘোষাল আর শেওড়াফুলির প্রীতম বন্দোপাধ্যায় সকলকে চমকে দিয়েছেন। প্রথমে অষ্টমীর রাতে দুজন দুজনের মুখোমুখি হওয়া তারপর হাটু গেড়ে প্রেম নিবেদন আর তার ঠিক ৬ ঘন্টা পরেই বিয়ে।
নবদম্পতির কথায়, আড়াই মাস আগে ফেসবুকেই তাদের আলাপ তারপরে WhatsApp এ ভিডিও কল। তারপর দুইজনেই একই দিনে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন বন্ধুদের সঙ্গে। রাতে WhatsApp কথা হতেই জানতে পারেন। যে তারা দুজনেই যাচ্ছেন সন্তোষ মিত্র স্কয়ারের মণ্ডপের দিকে। আর তখনি ঠিক হয় মুখোমুখি দেখা করবেন। রাস্তায় দেখা হবার সঙ্গে সঙ্গেই প্রেম নিবেদন তার পর বাইকে চেপে হিন্দমোটরের পাড়ার মণ্ডপে চলে আসেন। পাড়ার মণ্ডপে এসে ঠিক করেন বিয়ে করবেন তারা। তার পর দূর্গা মা কে সাক্ষী রেখে মালাবদল সিঁদুর দান। বিয়ের পর নবদম্পতিকে বাড়িতে দিয়ে আসেন তাদের বন্ধুরা। আর তারা দুজনেই ভীষণ খুশি এই বিয়েতে।
