বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া রৌরকেল্লা প্ল্যান্টের কয়লার রাসায়নিক বিভাগ থেকে মৃত্যু হল চারজন কর্মীর । তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় । স্টিল প্ল্যান্টের স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে কয়েকজনের। স্টিল প্ল্যান্টের কারখানায় 10 জন কর্মী সেই সময় কর্মরত ছিলেন। গ্যাস লিক এর ফলে অসুস্থ হয়ে পড়েন তারা। তৎক্ষণাৎ তাদের নিয়ে যাওয়া হয় ইস্পাত জেনারেল হাসপাতালে সেখানে আইসিইউতে মৃত্যু হয় চারজনের।প্রাথমিক তদন্ত থেকে জানা যায় ইউনিট থেকে কার্বন মনোঅক্সাইড অতিরিক্ত নিঃসৃত হওয়ার কারণে কর্মীদের মৃত্যু ঘটেছে বলে দাবি করেন আধিকারিকরা।
আধিকারিকদের মতে কয়লার রাসায়নিক বিভাগে কোক ওভেন এর গ্যাস তৈরি হয়। যা কোকো ওভেন ব্যাটারি থেকে আসে । সেখান থেকে কিভাবে গ্যাস লিক করে এখনো স্পষ্ট নয় তাদের কাছে ঘটনার উচ্চপর্যায়ে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে রৌরকেল্লা
পুলিশ সুপার মুকেশ কুমার ভানু। দুর্ঘটনাস্থলে সুরক্ষার ক্ষেত্রে কোন নিরাপত্তার অভাব ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।