বিশ্বপ্রেমী সিনেমাপ্রেমীদের অপেক্ষার অবসান হলো শুক্রবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুভ উদ্বোধন এর মধ্যে দিয়ে। ৮ই জানুয়ারি -১৫ই জানুয়ারি পর্যন্ত চলবে চলচ্চিত্র উৎসব ।বিগত কয়েক বছরের মত এবছরেও করোনার অতিমারির কারণে চলচ্চিত্র উৎসবে জাঁকজমকের অভাব থাকলেও প্রতিবছরের মতো শহরের প্রাণকেন্দ্র নন্দনে কালজয়ী সিনেমা দিয়ে সাজানো হয়েছে চলচ্চিত্র উৎসব । তবে এবারের চিত্রটা অনেকটাই আলাদা ।
সমসাময়িক পরিস্থিতিকে বোঝানোর জন্য বিভিন্ন কালজয়ী চরিত্রের মুখে মাস্ক ব্যবহার করা হয়েছে । অতিমারী করোনার ছন্দ পতন ঘটিয়েছে সর্বক্ষেত্রে। সে দিক থেকে বিরত নয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নবান্নের সভাঘর থেকে চলচ্চিত্র উৎসবে ভার্চুয়াল উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সঙ্গে অনলাইনে যোগ দিয়েছিলেন শাহরুখ খান । ২০২০ বছরটা আমাদের কাছে একবারে সুখকর নয়। বিনোদন জগতের ক্ষেত্রেও একের পর এক বলিউড থেকে টলিউড অভিনেতা কে হারিয়েছি আমরা। সদ্য প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণে তার অভিনীত সিনেমা গুলির সম্ভার দিয়ে সাজানো এবারকার চলচ্চিত্র উৎসব । তার অভিনীত” অপুর সংসার” দিয়ে চলচ্চিত্র উৎসবের শুভ উদ্বোধন হয়েছে । বিগত কয়েক বছরের মত জাঁকজমক না থাকলেও চলচ্চিত্র উৎসবের সাফল্য ধরে রাখার জন্য অতিমারীর মধ্যেও সর্তকতা অবলম্বন করে চলচ্চিত্রপ্রেমী মানুষ এই উৎসব কে সাফল্যমন্ডিত করবে এই আশাই মাননীয়া মুখ্যমন্ত্রী সহ আপামর চলচ্চিত্রপ্রেমী মানুষের।