হনুমা বিহারি লড়াইকে যখন কুর্নিশ জানাচ্ছে ভারতীয় ক্রিকেট সমর্থকরা । হ্যামস্ট্রিংয়ের চোট থাকা শর্তেও অশ্বিনের সঙ্গে জুটি বেঁধে দাঁতে দাঁত চিপে এই ঐতিহাসিক সিডনি টেস্ট জয় করেছেন । এতে সন্তুষ্ট ভারতীয় দল সন্তুষ্ট হওয়ার যথেষ্ট কারণ আছে । কারণ ভারতীয় দলের সামনে ৪০৭ রানের বিশাল লক্ষ্যমাত্রা রেখেছিল অস্ট্রেলিয়া দল। চাপে পড়ে গেছিল ভারতীয় দল । অন্যদিকে চোটে জর্জরিত ভারতীয় শিবির।

এমত অবস্থায় হনুমা বিহারি ইনিংস অবশ্যই প্রশংসার দাবি রাখে। কিন্তু বিজেপি নেতা বাবুল সুপ্রিয় এই এই ক্রিকেটারের সম্পর্কে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন “যা একজন ক্রিকেটারের কাছে অতি অসম্মানজনক মন্তব্য । তার মতে হনুমা বিহারি ইচ্ছা করলেই এই ম্যাচ জেতাতে পারতেন অযথা অনেক বল তিনি খেলার জন্য ব্যবহার করেছেন । এই জয় কাপুরুষোচিত এবং হনুমা বিহারি কে ক্রিকেটের খুনি বলেছেন । পরমুহূর্তে তিনি বলেছেন আমি অবশ্যই ক্রিকেটের কিছুই বুঝিনা ” । তার এই অশালীন মন্তব্য ক্ষুব্দ ক্রিকেটপ্রেমীরা । একজন ক্রিকেটারের সম্পর্কে এ ধরনের মন্তব্য কখনই সমীচীন নয়।