শনিবার কলকাতার রবীন্দ্র সরোবর থানায় সায়নী
ঘোষের বিরুদ্ধে মামলা রুজু করেছেন বিজেপি নেতা
তথাগত রায় । অভিযোগ হিন্দু ধর্মের পবিত্র নষ্ট করেছেন সায়নী । অভিযোগ পত্রে লেখা “আমি শিবের ভ্ক্ত ১৯৬৬ সালে পুজো দেওয়ার জন্য পায়ে হেঁটে কৈলাশ মানোস সরোবরে যাত্রা করেছিলাম”।

তথাগত রায়ের টুইটারে প্রোফাইলে অভিযোগপত্রে একটি ছবি পোস্ট করেছেন। অভিনেত্রী সায়নী ঘোষের টুইটার হ্যান্ডেলে একটি গ্রাফিক্স শেয়ার করেন, গ্রাফিক্স থেকে বোঝা যাচ্ছে মহিলাদের এডস সচেতনতার বিজ্ঞাপন মাসকটে বুলাদি হিসেবে চিহ্নিত করা হয়েছে।অভিনেত্রী সায়নী ঘোষের এই ছবিটি দেখে ধর্মীয় ভাবাবেগ আহত হয়েছে আজ তথাগত রায় সায়নী ঘোষের বিরুদ্ধে তদন্তের জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক ।