অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল ভারতীয় দল। অস্ট্রেলিয়া কে পরাজিত করে ২-১ ব্যবধানে বর্ডার গাভাস্কার ট্রফি জিতল ভারত। ব্রিসবেনে অস্ট্রেলিয়া ৩২৮ রান এর লক্ষ্যমাত্রা রাখে ভারতীয় দলের সামনে । ওপেনার শুভমান গিল ও ঋষভ পন্থ এর জুটিতে ভর করে তিন উইকেটে হারালো অসিদের ।

ভারতীয় ক্রিকেট এই জয়টি অবশ্যই স্পেশাল। কারণ এই সিরিজে বিরাট কোহলি সহ ভারতীয় দলের অনেক তারকা ক্রিকেটার অনুপস্থিত। অধিনায়ক অজিঙ্ক রাহানে নেতৃত্বে এই জয় এল ভারতীয় ক্রিকেটে । গাব্বার মাঠে গত 32 বছরে এটি অস্ট্রেলিয়ার প্রথম হার এবং ভারত এখানে তাদের জয় পেল। টানা দ্বিতীয়বারের জন্য ভারত টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারালো। পরপর তিনবার বর্ডার গাভাস্কার ট্রফি জিতে সিরিজ জয়ের হ্যাটট্রিক করল ভারত। 138 বলে 89 করে নট আউট থেকে ম্যাচ জিতিয়ে ফেরেন পন্থ । ওপেনার শুভমন গিল 99 রান করেন । দ্বিতীয়বারের জন্য ভারত টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারালো।