মহা ধুমধামের সাথে পালিত হল নারায়ণগড় ব্লকের দুড়িয়া বাটিটাকি কালী মন্দিরের ১২৫ তম বর্ষ পূজা

ডিজি বাংলা ৫ নভেম্বর ২০২৪: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের দুড়িয়া বাটিটাকি কালী মন্দিরের কালী পূজা এই ব্লকের প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম। এই বছর এই পূজা ১২৫ বছরে পদার্পণ করল। এই বর্ষপূর্তি উপলক্ষ্যে তিন দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে পূজো কমিটির সদস্যরা। গতকাল বেলদা শিবানন্দ মঠের আনন্দ মহারাজ সহ গ্রাম পঞ্চায়েত প্রধান,উপপ্রধান,পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। গ্রামের প্রবীণ বিশিষ্ট ব্যক্তিবর্গদের সম্বর্ধনা দেওয়া হয়। ১২৫ জন গ্রামে এবং প্রতিবেশী এলাকার ১২৫ জন দুঃস্থ ব্যক্তিকে শীত বস্ত্র দেওয়া হয়। গ্রামের বিশিষ্ট সমাজসেবী বলরাম পানিগ্রাহী তাঁর বাবা ৺বাদলচন্দ্র পানিগ্রাহীর স্মৃতির উদ্দেশ্যে শীত বস্ত্র দান করেন। উনি সাধারণ মানুষের জন্য কাজ করে থাকেন। এই অনুষ্ঠানে এসে বেলদা শিবানন্দ মঠের আনন্দ মহারাজ জানান,”শ্যামা মায়ের পুজোকে সামনে রেখে মানব সেবার কাজে আরো এগিয়ে যেতে হবে।” সেবামূলক কাজের মধ্যে থেকে কিভাবে মানুষের মানসিকতা উন্নত করা যায়,ধর্মাচরণ করা যায় এই বিষয়ে তিনি তাঁর অমূল্য বক্তব্য রাখেন,পরিশেষে অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন । এরপর গ্রামের ছেলে মেয়েরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রী শতদল মাইতি। তিনি এই পূজার পূর্ব ইতিহাস সম্পর্কে দু- চার কথা বলেন। পূজা কমিটির সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ডাঃ বিজিত দাস তাঁর বক্তব্যে বলেন ১২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সারা বছর বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে ।ভবিষ্যতের যুব সমাজকে এই কাজে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান। এলাকার বিশিষ্ট সমাজসেবি বলরাম পানিগ্ৰাহী বলেন,”ছোট বেলায় তিনি অনেক অসুবিধার সম্মুখীন হয়েছেন। বাবা বলে গিয়েছিলেন পারলে মানুষের জন্য উপকার কোরো। বাবার এই আদর্শকে পাথেয় করে এগিয়ে চলেছি”।