রাজ্য

আজ দিকে দিকে পালিত হচ্ছে কল্পতরু উৎসব

ডিজি বাংলা ১ জানুয়ারি ২০২৫ :আজ ১ জানুয়ারি বুধবার “কল্পতরু উৎসব”। আজ থেকে প্রায় ১৩৯ বছর আগে ১৮৮৬ সালের ১ জানুয়ারি কাশীপুরের উদ্যানবাটিতে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব উদার হস্তে ভক্তদের মধ্যে তাঁর আশীর্বাদ বিতরণ করেন।
১৯৮৬ সালের ১ জানুয়ারি, সকাল থেকেই শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না। অথচ অসংখ্য ভক্তজন সেদিন শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য লাভের আশায় জমায়েত হয়েছিলেন কাশীপুরের উদ্যানবাটিতে। ভক্তদের মধ্যে উপস্থিত ছিলেন তৎকালীন বাঙালা নাট্য জগতের মহিরুহ গিরিশচন্দ্র ঘোষ সহ অনেক বিদ্বজনেরা যাদের মধ্যে ছিলেন অক্ষয় কুমার সেন, নবগোপাল ঘোষ, রামলাল চট্টোপাধ্যায়, উপেন্দ্রনাথ মজুমদার, অতুল কৃষ্ণ ঘোষ, উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রমূখ। সেদিন শ্রী শ্রী রামকৃষ্ণের মুখে ফুটে উঠেছিল এক অদ্ভুত হাসি। দিব্য হাসিমাখা সেই রূপ দেখে ভক্তরা বাগানের গাছ থেকে ফুল ছিড়ে এনে প্রভুর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেছিলেন। মুহূর্তের মধ্যে শারীরিকভাবে অসুস্থ শ্রী শ্রী রামকৃষ্ণের চোখে মুখে ফুটে উঠেছিল এক অবর্ণনীয় জ্যোতি। সহাস্য বদন পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মুখ থেকে উচ্চারিত হয়েছিল এক অপূর্ব আশীর্বাণী, “তোমাদের আজ কি বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক”। মুহূর্তের মধ্যে ঘরের ভিতর নেমে এসেছিল এক অদ্ভুত নীরবতা। কিছুক্ষণ পর উপস্থিত ভক্তদের মধ্যে থেকে কেউ একজন বলে উঠেছিল,” ভাইরে, আমার আনন্দ আর ধরে না”। সাথে সাথে উপস্থিত ভক্তগণ উচ্ছসিত কন্ঠে বলতে শুরু করেছিল “তোরা কে কোথায় আছিস, আয় প্রভু আজ কল্পতর হয়েছেন”। বাস্তবিকই তাই। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেদিন যেন কল্পতরুই হয়েছিলেন।অকাতরে তিনি সেদিন ভক্তদের মধ্যে তার কৃপার ডালি উজার করে দিয়েছিলেন। ভক্তদের কাছে তিনি সেদিন হয়ে উঠেছিলেন শাস্ত্র বর্ণিত কল্পতরুর জীবন্ত বিগ্রহ। সেদিনের সেই অভূতপূর্ব দৃশ্য এবং স্মরণযোগ্য সময় টিকে ধারাবাহিকভাবে পালন করে আসছে রামকৃষ্ণদেবের ভক্তজনেরা। সেই দিনটিকে স্মরণে রেখে আজও রামকৃষ্ণের নামাঙ্কিত প্রতিটি মঠ মন্দিরে পালিত হয় “কল্পতর” উৎসব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button