উপরাষ্ট্রপতি পদপ্রার্থী রাজ্যপাল রাধা কৃষ্ণান

তামিলনাড়ুর ভূমিপুত্র তথা বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল সি.পি রাধাকৃষ্ণানকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা করল এন ডি এ । তাঁকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বেছে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীসভা, বিজেপি সভাপতি জে.পি নাড্ডা ও এনডিএর শরিক দলগুলিকে ধন্যবাদ জানিয়েছেন রাধাকৃষ্ণান। বাদল অধিবেশনের প্রথম দিনে আচমকা শারীরিক কারণে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জগদীপ ধানকর । যদিও বিরোধীদের দাবি, সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মনোমালিন্যের কারণেই তাঁকে ইস্তফা দিতে বাধ্য করা হয় । আগামী 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন। ২১শে আগস্ট মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তাই আজ নাম চূড়ান্ত করতে সংসদীয় বোর্ডের বৈঠক ডাকেন বিজেপি নেতৃত্ব। আজ দলীয় দপ্তরের হওয়া বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে সিপি রাধাকৃষ্ণনের নামে চূড়ান্ত সম্মতি দেয় দল , তারপরে সাংবাদিক বৈঠক করে দলের সর্বভারতীয় সভাপতি প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি বলেন “ইন্ডিয়ার শরিক দলগুলির সম্মতি পাওয়া গিয়েছে । বিভিন্ন পদে থাকাকালীন রাধাকৃষ্ণন সর্বদা সমাজসেবা ও প্রান্তিক মানুষের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করেছেন।”