রাজ্য

সামনের বছরে মিলবে না পুজোর অনুমতি এমনকি অনুদানও!

নিজস্ব সংবাদদাতা, ডিজি বাংলা: এবার পুজোয় অনুদান পেতে হলে মানতে হবে বিধি নিয়ম। প্রশাসন সূত্রে জানা গেছে শিউড়ি মহকুমায় মোট ৮১ টি দুর্গাপূজা হয়। এ বছর ইতিমধ্যে একাধিক প্রচুর অনুদান অনুমতির আবেদন জমা পড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে শাসক সুপ্রতীক সিনহা পুজো উদ্যোক্তাদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক সারলেন দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। সেই সঙ্গে অনুদানপ্রাপ্ত পুজো উদ্যোক্তাদের প্রতি সাবধান বাণীও শোনানো হয়েছে । স্পষ্ট করা হয়েছে কার্নিভালে যেসব ক্লাবের নাম নিশ্চিত হবে তাদের অনুপস্থিতিতে মেনে নেওয়া হবে না ।অর্থাৎ, তালিকায় নাম উঠলেই নির্দিষ্ট ক্লাব কর্তৃপক্ষকে কার্নিভালে অংশ নিতেই হবে। এক্ষেত্রে কোন ছাড় নেই।

সিউড়ি মহকুমার অনুদানপ্রাপ্ত ক্লাবগুলিকে এই মর্মে আগাম সতর্ক করলো প্রশাসন। শুক্রবার ভার্চুয়াল বৈঠকে জেলা প্রশাসনের আধিকারিকরা একপ্রকার সাবধান বাণী শুনিয়েছেন। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন , বিগত বছরে অনুদান পাওয়ার পরও একাধিক ক্লাব কার্নিভালে যোগ দেয়নি। এ বছর যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় তাই অনুদান প্রাপ্ত প্রতিটি ক্লাবকে আগাম সাবধান করে দেওয়া হলো। এক আধিকারিক জানিয়েছেন গত বছর দুর্গাপুজোর কার্নিভালে সরকারি অনুদানপ্রাপ্ত মোট 11 টি ক্লাবের যোগ দেওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত নটি ক্লাব অংশ নিয়েছিল । অনুদান পাওয়ার পরও দুটি ক্লাব কার্নিভালে অংশ নেয়নি । সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতেই এবছর শুরু থেকে কড়া প্রশাসন ।অন্যদিকে ,পূজোর আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করতে পুজো উদ্যোক্তাদের একাধিক নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ করে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎবাহী তারের নিচে মণ্ডপ গুলি করতে নিষেধ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button