ভয়াবহ আগুনের গ্রাসে সন্তোষপুর স্টেশন, বন্ধ ট্রেন চলাচল

নিজস্ব প্রতিনিধি, ডিজি বাংলা:
শিয়ালদহ দক্ষিণ শাখার বজবজ লাইনের সন্তোষপুর স্টেশনে আজ সকাল সাতটা নাগাদ আগুন লেগে যায়। স্বাভাবিকভাবেই সকাল থেকে বন্ধ ওই লাইনে ট্রেন চলাচল ।প্রথমে লেলিহান শিখা দেখা যায় দূর থেকে। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী থেকে দোকানদার সকলের মধ্যে । মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে প্ল্যাটফর্মের ছোট বড় একাধিক দোকানে । চারিদিকে শুধুই হাহাকার। আগুনে পুড়ে ছাই হয়ে যায় দোকানের ভেতরে থাকা সব সামগ্রী ।পুজোর আগেই সর্বস্ব হারিয়ে ফেললেন বহু মানুষ।
সূত্রের খবর প্রায় ৪৫ মিনিট পর ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন । শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান দমকল আধিকারিকদের ।
সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে শিয়ালদা দক্ষিণ শাখার বজবজ পর্যন্ত রেল পরিষেবা বিঘ্নিত থাকার কারণে নিত্যযাত্রীরাও পড়লেন দুর্ভোগের মুখে।রেলসুত্রের খবর, ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে কিছুক্ষণের জন্য মাঝেরহাট পর্যন্ত আপ ও ডাউন লাইনে পরিষেবা দেওয়া হয়। দমকলের এনওসি না আসা পর্যন্ত এভাবেই চলবে ট্রেন পরিষেবা বলে খবর।