রাজ্য
আলিপুর চিড়িয়াখানার দুই বাঘিনীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ডিজি বাংলা: আলিপুর চিড়িয়াখানার পরপর দু’দিনে দুই বাঘিনীর মৃত্যু। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, গঠন করা হল তদন্ত কমিটি। আজই আলিপুর পশু হাসপাতালে দুই বাঘিনীর ময়নাতদন্ত হবে। মৃত ২ বাঘিনীর মধ্যে একজনের নাম রূপা, অন্যজনের নাম পায়েল। রূপার বয়স হয়েছিল ২১, পায়েলের বয়স হয়েছিল ১৭। অরণ্য ভবন ও চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, দুই বাঘিনীই বার্ধক্যজনিত রোগে ভুগছিল। ৩ জন পশু চিকিৎসককে নিয়ে হবে ময়নাতদন্ত। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে।