শুল্ক নিয়ে এখনও অনড় আমেরিকা, রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে যাচ্ছেন না মোদী!

নিজস্ব সংবাদদাতা, ডিজি বাংলা: বেশ কিছুদিন আগেই ভারতের সাথে আমেরিকার বাণিজ্য শুল্ক নিয়ে টানাপোড়েনে দূরত্ব বেড়েছে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বন্ধুত্ব অক্ষুন্ন থাকবে বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ট্রাম্পের ডাকে এবার সাড়া দিলেন নরেন্দ্র মোদীও। তিনি বলেন ভারত এবং আমেরিকার মধ্যে চির সু-সম্পর্ক বজায় থাকবে। তবে আমেরিকায় রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে বক্তৃতা দিতে যাচ্ছেন না তিনি।
সম্প্রতি চিনে আয়োজিত সাংহাই সম্মেলনে মোদীকে শি জিনপিংয়ের পাশে দেখা যায় যা দেখে হয়ত নারাজ প্রেসিডেন্ট ট্রাম্প । সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিও ভাল ভাবে গ্রহণ করেননি তিনি। চিনের কাছে মোদী এবং পুতিনকে হারিয়ে ফেললেন বলে আফশোসের সুরও শোনা যায় তার গলায়। সেই নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, “মনে হয় না ভারতকে হারিয়ে ফেলেছি। রাশিয়ার থেকে ওরা এত তেল কেনায় আমি খুব অসন্তুষ্ট। ওদের সেকথা জানিয়েওছি। তাই ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছি ওদের উপর, ৫০ শতাংশ।”
তবে ট্রাম্পের বন্ধুত্ব-বার্তায় সাড়া দিলেও, চলতি মাসের শেষে আমেরিকায় রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় মোদী যাচ্ছেন না। ৯ই সেপ্টেম্বর থেকে সাধারণ সভার অধিবেশন শুরু হচ্ছে। ২৩ থেকে ২৯ সে সেপ্টেম্বর পর্যন্ত চলবে তর্ক-বিতর্ক। ২৩সে সেপ্টেম্বর সেখানে বক্তৃতা করবেন ট্রাম্প। ইজরায়েল, চিন, পাকিস্তান, বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রনেতাদেরও সেখানে বক্তৃতা করার কথা ছিল। ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদী ভাষণ দেবেন বলে ঠিক ছিল এতদিন। কিন্তু এখন জানা যাচ্ছে, তাঁর পরিবর্তে সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ২৭সে সেপ্টেম্বর বক্তৃতা করবেন তিনি।