জেলার বিভিন্ন প্রান্তে পালিত হলো বিবেকানন্দের ১৬৩ তম জন্মজয়ন্তী উৎসব
ডিজি বাংলা ১৩ ডিসেম্বর ২০২৫(সোমবার): সমগ্র জেলা জুড়ে গভীর আবেগ, শ্রদ্ধা এবং আড়ম্বরের সাথে পালিত হল স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মজয়ন্তী উৎসব। জেলা সদর কৃষ্ণনগর থেকে শুরু করে রানাঘাট, কল্যাণী, তেহট্ট মহকুমার বিভিন্ন এলাকায় বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারত মাতার এই মহান সন্তানকে স্মরণ করা হয়। বিভিন্ন স্কুল, কলেজ থেকে শুরু করে নানান ধরনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক সরকারি কার্যালয়েও এই অনুষ্ঠান পালন করতে দেখা যায়। যেহেতু এই বছর স্বামী বিবেকানন্দের জন্মদিন ১২ জানুয়ারি ছিল রবিবার, স্বাভাবিকভাবেই সরকারি দপ্তরে ছুটি থাকার কারণে সেভাবে সরকারি কর্মচারী মহলে দিনটা পালন করা সম্ভব হয়নি। তবে বিভিন্ন বেসরকারি সংগঠনের পক্ষ থেকে এই দিনটাকে বিভিন্ন সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে পালন করা হয়। কৃষ্ণনগর পৌরসভা, রানাঘাট পৌরসভা, নবদ্বীপ পৌরসভা, শান্তিপুর পৌরসভা ইত্যাদি জনপ্রতিনিধি নির্ভর সংস্থায় ভারত পথিক বিবেকানন্দের জন্মদিন অত্যন্ত শ্রদ্ধা এবং ভক্তি সহকারে পালন করা হয়। সকালে প্রভাত ফেরী, তারপর মাঙ্গলিক প্রদীপ জ্বালানো, বিবেকানন্দের বাণী পাঠ, বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন, তার উদ্দেশ্যে বিভিন্ন সঙ্গীত এবং প্রার্থনার মধ্যে দিয়ে এই দিনটা পালিত হয় নদীয়া জেলার বিভিন্ন প্রান্তে।