বাংলার শিক্ষারাজ্য

বাতিল হল এস এস সি ২০১৬ র প্যানেল,চাকরি হারালেন ২৫৭৫২ জন

নিজস্ব প্রতিনিধি,ডিজি বাংলা:বহাল থাকলো কলকাতা হাইকোর্টের রায়,বাতিল হল এসএসসি ২০১৬ এর সম্পূর্ণ প্যানেল। চাকরি হারালেন ২৫,৭৫২জন।শুধুমাত্র সোমা দাস যিনি ক্যান্সার আক্রান্ত, তার চাকরি বহাল থাকলো।দেশের শীর্ষ আদালত জানাল,”২০১৬ সালের এসএসসি পরীক্ষায় ব্যাপক দূর্নীতি হয়েছে,যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা সম্ভব নয়”।
সূত্রের খবর,সুপ্রিমকোর্ট স্কুল সার্ভিস কমিশনকে ৩ মাস সময় দিয়েছে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করে যোগ্য প্রার্থীদের চাকরি ফেরত দেওয়ার এবং যাদের ওএমআর শীট বা অন্য কোনো নথি পাওয়া যাবে না তাদের বেতনের টাকা ফেরত দেওয়ার।যারা অন্য কোনো সরকারি দপ্তরে কাজ করতেন তারা আগামী তিন মাসের মধ্যে কাজে যোগদান করতে পারবেন বলেও জানা যাচ্ছে। স্বভাবতই চাকরি বাতিলের রায় বেরোনোর পড় ভেঙে পড়েছেন চাকরিহারা শিক্ষকরা,তারা বলছেন,”আমরা যারা যোগ্য ভাবে চাকরি পেয়েছি এবং এতদিন সার্ভিস দিয়েছি,আমাদের কি অপরাধ?আমরা দেশের আইন ব্যবস্থার উপর ভরসা রাখবো কি ভাবে?”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button