জেলা

নদীয়া জেলা যুব কংগ্রেসের নতুন সভাপতি হলেন আসিফ খান

নিজস্ব প্রতিনিধি, ডিজি বাংলা:- নদীয়া জেলা যুব কংগ্রেস কমিটিতে ঘটল এক গুরুত্বপূর্ণ পরিবর্তন । মঙ্গলবার মধ্যরাতে সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি উদয় ভানুর নির্দেশে, সংগঠনের সম্পাদক তথা পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের পর্যবেক্ষক রাজেশ সিনহা আসিফ খানকে নদীয়া জেলা যুব কংগ্রেস কমিটির নতুন সভাপতি হিসেবে নিযুক্ত করেন।

সূত্র অনুযায়ী, আসিফ খান ইতিমধ্যেই যুব কংগ্রেসে এক অত্যন্ত দক্ষ সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দু’বছর আগে যুব কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি নজিরবিহীনভাবে সারা রাজ্যের মধ্যে সর্বোচ্চ প্রাপ্ত ভোটে (প্রায় ৯ হাজার) জয়লাভ করেছিলেন। ৭০ জন প্রার্থীকে পেছনে ফেলে এই জয় তাঁকে সংগঠনের শীর্ষ পর্যায়ে পৌঁছে দেয়। তারপরে তৎকালীন সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বিভি তাঁকে রাজ্য কমিটির সাংগঠনিক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব অর্পণ করেন।

গত দুই বছর ধরে রাজ্য যুব কংগ্রেসের সাংগঠনিক কাজে তাঁর দক্ষতা দেখেই কি দলীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত নিলেন নাকি ২০২৬ এর আগে নদীয়া জেলার সংগঠন তৈরিতে নতুন কোনো কৌশল নিচ্ছে কংগ্রেস, এই নিয়ে নদীয়া জেলার রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র আলোচনা। আসিফ খানের নেতৃত্বে নদীয়া জেলা যুব কংগ্রেস কতটা নতুন গতি ও দিশা পাবে, সে দিকে নজর রাখছে জেলার রাজনৈতিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button