শিব সেবার পূণ্য মাসে মুসলিম যুবকদের জীব সেবা

কথায় আছে জীব সেবায় শিব সেবা । তারই এক অনন্য নিদর্শন দেখা গেল এ বছর নদীয়ার কৃষ্ণনগরে। জাতি ধর্মের ভেদাভেদ ভুলে মানুষের সেবা করতে দেখা গেল জনৈক মনসুর শেখের উদ্যোগে একদল মুসলিম সম্প্রদায়ের মানুষকে।
শ্রাবণ মাস বাঙালীদের কাছে অন্যতম পবিত্র মাস।সারা মাস ধরেই চলে শিব আরাধনা। কথিত আছে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনে উঠে আসা বিষ পান করে নীলকন্ঠ হয়েছিলেন দেবাদিদেব মহাদেব।লক্ষ লক্ষ মানুষ নবদ্বীপের গঙ্গায় পূণ্য স্নান সেরে পবিত্র গঙ্গাজল ঘটে নিয়ে প্রায় ৪১ কিলোমিটার দূরে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ শিবনিবাসে ছুটে চলেন পূণ্য লাভের আশায়। সেই লাখো লাখো ভক্তদের সহযোগিতায় হাত বাড়িয়ে দেন প্রচুর স্থানীয় মানুষ। পানীয় জল,হালকা খাবার ও চিকিৎসার ব্যবস্থা করে থাকেন তারা প্রতিবারই।
এবছর চোখে পড়ল কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ ভোলেনাথের ভক্তদের পানীয় জল,পায়ে ব্যথার স্প্রে,খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই যুবকদের মধ্যে প্রধান উদ্যোক্তা মনসুর শেখ জানান যে “জাতি,ধর্ম,বর্ণের ঊর্ধ্বে আজ হিন্দু বা মুসলিম নয়, মানবতার টানে ছুটে এসেছি আমরা”। যে সব লাখ লাখ ভক্ত শিবনিবাস যান তাদেরকে সেবা করার জন্য এই আমাদের ক্ষুদ্র প্রয়াস।”পাশাপাশি চোখে পড়ল অনেক বয়স্ক মানুষও ভোলানাথের ভক্তদের সহযোগিতায় হাত বাড়িয়েছে। তারা জানান,”আমাদের অনেক বয়স হয়েছে আমরা এখন যেতে পারি না কিন্তু ভোলানাথের ভক্তদের পাশে থাকতে পেরে খুব ভালো লাগছে।”