রাজ্য

পশ্চিমবঙ্গের নতুন প্রকল্প শ্রমশ্রী

নিজস্ব প্রতিনিধি ,ডি জি বাংলা: আর নয় বাঙালি হেনস্থা। পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে পাবেন মাসে ৫০০০ টাকা । সম্প্রতি বীরভূমে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসার ডাক দিয়েছিলেন, পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে কর্মরত শ্রমিকদের নিজের রাজ্যে ফিরে আসার জন্য নতুন প্রকল্প আনবেন বলে জানিয়েছিলেন এবং এক সপ্তাহের মধ্যেই তিনি ঘোষণা করলেন শ্রমশ্রী প্রকল্প।

জানা যাচ্ছে এই প্রকল্পের আওতায় থাকলে পরিযায়ী শ্রমিকরা মাসে 5000 টাকা ভাতা পাবে এক বছরের জন্য। বাংলার প্রায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করেন। প্রশাসন সূত্রে খবর এখনো পর্যন্ত ২৭৩০ জন পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবার অত্যাচারিত হয়ে রাজ্যে ফিরে আসতে বাধ্য হয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন,”উৎকর্ষ বাংলা” প্রকল্পের অধীনে তাঁদের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা অনুযায়ী কাজের ব্যবস্থা করা হবে। মাসে মাসে আর্থিক সহায়তার পাশাপাশি খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী কার্ড করিয়ে দেবে রাজ্য । এর পাশাপাশি যাদের নিজস্ব বাড়ি নেই তাদের ‘কমিউনিটি সেন্টারে’ রাখার ব্যবস্থা করা হবে। ১০০ দিনের কাজের টাকা বন্ধ রাখায় বিকল্প হিসেবে ‘শ্রমশ্রী’ প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় পরিযায়ী শ্রমিকরা নিজের রাজ্যে ফিরে আসার পর কেউ স্বনির্ভর হতে চাইলে ‘মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন’ এসসি, এসটি , ওবিসি ‘ডেভেলপমেন্ট কর্পোরেশন’ এবং ‘উদীয়মান স্বনির্ভর’ কর্মসংস্থান প্রকল্পের মাধ্যমে সহজে শর্তে ঋণ পেতে পারে তাঁরা । এমনকি শিক্ষা বর্ষের মাঝামাঝি সময়ে ফিরলেও পরিযায়ী শ্রমিকদের ছেলেমেয়েদের পড়াশোনা যাতে অব্যাহত থাকে তাও নিশ্চিত করবে রাজ্য। পরিযায়ী শ্রমিকরা ফিরে এলে তাদের বাড়ির সন্তানদের স্থানীয় স্কুলে ভর্তির ব্যবস্থা করা হবে। কন্যাশ্রী ,মেধাশ্রী ,শিক্ষাশ্রী সহ একগুচ্ছ প্রকল্পের সুবিধা মিলবে সরকারি স্কুলে।

পরিযায়ী শ্রমিকদের জন্য তৈরি পোর্টালে এখনো 22 লক্ষ 40 হাজার জনের নাম নথিভুক্ত হয়েছে তাদের সবাইকে সচিত্র পরিচয় পত্র দেওয়া হবে। এখনো যারা পোর্টালে নাম নথিভুক্ত করেননি তাদের দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী । এখন রাজ্যের সর্বত্র চলছে “আমাদের পাড়া আমাদের সমাধান” শিবির সেখানে গিয়েও সংশ্লিষ্ট পোর্টালে নাম তোলা যাবে। এই ব্যাপারে নজরদারির জন্য মুখ্য সচিব মনোজ পন্থকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button