বিদেশ

জ্বালানিতে পাঁচ শতাংশ ছাড়! বাজার খুলে দিল রাশিয়া

নিজস্ব প্রতিনিধি, ডিজি বাংলা: ভারতের সঙ্গে মৈত্রীর জোরালো বার্তা দিল আবারও রাশিয়া। রাশিয়া জানিয়ে দিল ৫ শতাংশ ছাড়ে অশোধিত তেল ভারতকে সাপ্লাই করবে তারা ।রাশিয়া ‘উরাল’ অশোধিত তেলে ব্যারেল পিছু ভারতকে এতদিন দেড় থেকে দু ডলার ছাড় দিয়ে এসেছে । ফের ৫ শতাংশ ছাড়ের অর্থ, রাশিয়ান তেল কেনা আরো বাড়াবে ভারত । মঙ্গলবার রাতে এই সিদ্ধান্তের পর বুধবার ভারতে নিযুক্ত রাশিয়ার ডেপুটি চার্য ডি ‘অ্যাফেয়ার্স জানিয়ে দিলেন , ভারতকে আমেরিকার হুমকি হুঁশিয়ারি সম্পূর্ণ অন্যায্য এবং একেবারেই সমর্থনযোগ্য নয়। ভারতকে চাপ দিয়ে বিপদে ফেলা যাবে না। সব রকম সংকটে ভারতের পাশে রাশিয়া আছে। ভারতে নিযুক্ত রাশিয়ান দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন রোমান বাবুশকিন জানান, ‘ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে বৈঠক হয়েছে সেই বৈঠকের অন্যতম ইতিবাচক ফলশ্রুতি হল, আমেরিকা সম্ভবত ভারতের ওপর অতিরিক্ত শুল্ক বলবৎ করবে না। ঘোষণা যা হয়েছে সেটাও মুকুব হবে। আর আমেরিকা যদি এরপরও নিষেধাজ্ঞা চাপায় বা ইউরোপে কোনও সমস্যা হয়, রাশিয়ার বাজার ভারতের জন্য সব সময় খোলা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button