হেঁটেই বাজিমাত নদীয়ার মেয়েদের

সম্প্রতি পূর্ব মেদিনীপুরে ‘থার্ড স্টেট রেস চ্যাম্পিয়নশিপ ২০২৫ ‘অনুষ্ঠিত হয় । ‘বেঙ্গল রোড রেস এসোসিয়েশন অ্যাসোসিয়েশন’ আয়োজিত ওই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলার প্রায় ২০০ প্রতিযোগী অংশগ্রহণ করে, নদীয়া ডিস্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশনের হয়ে মোট ১১ জন ছেলে-মেয়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয় এদের মধ্যে ১০ জনই প্রতিযোগিতায় স্থান অধিকার করেছে । দুটি করে সোনা , রুপো এবং ব্রোঞ্জ পদক নিয়ে মেয়েদের মধ্যে শীর্ষস্থান দখল করেছে নদীয়া।
‘বেঙ্গল রোড রেস এসোসিয়েশন’ আয়োজিত তৃতীয় বর্ষ রাজ্য হাঁটা প্রতিযোগিতায় ইস্টবেঙ্গল কে পেছনে ফেলে ‘মহিলা এবং বালিকা’ বিভাগে নদীয়ার মেয়েরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। মেয়েদের কুড়ি কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় সোনা এবং রুপো দুই পদকই নদীয়া জিতে নিল।শুক্লা বিশ্বাস সোনা জিতেছে ,সাধনা মন্ডল রূপো জিতেছেন। তাঁরা দুজনেই বাদকুল্লা অনামি ক্লাবের সদস্যা। অপরদিকে বালক বিভাগে এক কিলোমিটার হাঁটা বিভাগে দীপজ্যোতি সরকার শোনা জিতেছেন। দ্বিতীয় , রূপটি পেয়েছেন মেয়েদের অনূর্ধ্ব ১৮ বছর বিভাগে তিন কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় বর্ষা বিশ্বাস । অনূর্ধ্ব ১৮ বছর বালক বিভাগে পাঁচ কিলোমিটার হাঁটায় নরেশ দেবনাথ ও অনূর্ধ্ব কুড়ি বছর মেয়েদের কুড়ি কিলোমিটার হাঁটায় ব্রোঞ্জ পদক জিতেছেন রিমা মন্ডল। এর পাশাপাশি এই হাঁটা প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের চতুর্থ স্থান অর্জন করেছেন- জ্যোতিরানী দাস ,প্রদীপ রায় ,রোহিত দাস এবং সঙ্গীতা কর সব মিলিয়ে ডিস্ট্রিক্ট ২৪ পয়েন্ট পেয়ে নদীয়া মেয়েদের বিভাগের সেরা হয়েছে।