
নিজস্ব প্রতিনিধি, ডিজি বাংলা:- আবারো কৃষ্ণনগর শহর সাক্ষী থাকলো এক ভয়ঙ্কর হত্যাকাণ্ডের। নিজের বাড়িতে খুন হলেন প্রথম বর্ষের ছাত্রী ১৯ বছরের ঈশিতা মল্লিক,তাও দিনে দুপুরে নিজের পরিবারের সামনে।অভিযোগের আঙুল উঠেছে কাঁচড়াপাড়ার বাসিন্দা দেবরাজ সিংহের উপর।
কৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত মানিকপাড়ার বাসিন্দা ঈশিতা মল্লিক, সদ্য উচ্চ মাধ্যমিক পাস করে প্রথম বর্ষে ভর্তি হয়েছিল। পরিবারের সূত্রে জানা যাচ্ছে হঠাৎ আজ দুপুরে তার পূর্ব পরিচিত বন্ধু দেবরাজ সিংহ তাদের বাড়ি আসে ও সোজা দোতলায় উঠে ঈশার মাথায় গুলির চালায় ,মায়ের চোখের সামনেই লুটিয়ে পরে মেয়ে।হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। ব্যক্তিগত আক্রোশ থেকেই কি খুন? দেবরাজ ই কি আসল খুনি?অস্ত্রের জোগাড় হয়েছিল কথা থেকে? না কি এর ভিতরে আছে আরও কোনো ঘটনা সব প্রশ্নই এখন তদন্তাধীন।তবে কৃষ্ণনগরের বুকে দিনে দুপুরে ঘটে যাওয়া এই ঘটনা প্রশ্ন তুলে দিলো আগামী প্রজন্মের ভবিষ্যত নিয়ে যেখানে নিজের বাড়িতে,নিজের পরিচিত বন্ধুর থেকেও আর সুরক্ষিত নয় কেউ।