মত্ত অবস্থায় স্কুলে হাজির প্রধান, রাস্তা অবরোধ পড়ুয়াদের
নিজস্ব প্রতিনিধি,ডিজি বাংলা:-গত শুক্রবার বার্নিয়া উচ্চ বিদ্যালয়ে মত্ত অবস্থায় স্কুলে ঢুকে শিক্ষকদের অশ্লীল কথা পাশাপাশি দুর্ব্যবহারের অভিযোগ তুলে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং পরিচালন সমিতির সভাপতির অপসারণ চেয়ে রাজ্য সড়ক অবরোধ করলো পড়ুয়ারা ।
অবরোধকারী পড়ুয়ারা জানিয়েছে স্কুল চলাকালীন বার্নিয়া পঞ্চায়েতের তৃণমূল প্রধান তরুন কুমার ঘোষ চৌধুরী স্কুলে যান । অভিযোগ, তিনি যখন স্কুলে যান তার সঙ্গে আরো কয়েকজন ছিলেন। স্কুল শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে খারাপ ব্যবহার ও বাজে ভাষায় কথা বলেন, তারপরেও স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক প্রধানের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেননি । এরপর পড়ুয়ারা সোমবার সকাল ১১ টা ৫০ থেকে বেলা ৩ টে ১০ মিনিট পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা তেহট্ট ঘাট থেকে দেবগ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পলাশীপাড়া থানায় স্কুলের তরফে অভিযোগ করা হলে অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান।
এরপর সেই স্থানে পুলিশ আসেন । বার্নিয়া পঞ্চায়েতের প্রধান তরুন কুমার ঘোষ চৌধুরী বলেন,”আমার বিরুদ্ধে আইএসএফ ও সিপিএম মিথ্যা প্রচার করছে এবং তারা ছাত্র-ছাত্রীদের ভুল বুঝিয়ে রাস্তা অবরোধ করিয়েছে। আমি খবর পাই বেশ কিছু শিক্ষক প্রতিনিয়ত স্কুলে আসেন না সেই বিষয়টি দেখার জন্যই গত শুক্রবার আমি স্কুলে গিয়েছিলাম ছাত্র-ছাত্রীদের স্বার্থেই আমার স্কুলে যাওয়া। সেখানে কথা বলার সময় উত্তেজিত হয়ে কথা বলেছিলাম ,খারাপ কথা বা খারাপ ব্যবহার করিনি।” পলাশীপাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে- ভারপ্রাপ্ত শিক্ষকের অভিযোগের ভিত্তিতে প্রধানের বিরুদ্ধে মামলা করে তদন্ত শুরু হয়েছে।