“আরো বেশি আসন নিয়ে ফিরবো” – মমতা ব্যানার্জী

নিজস্ব সংবাদদাতা, ডিজি বাংলা: ২০২৬-এ চতুর্থ বারের জন্য বাংলায় সরকার গঠন করবে তৃণমূল এমনই ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। খোলা মঞ্চ থেকে সরাসরি দেশের তরুণ প্রজন্মকে সাক্ষী রেখেই একথা ঘোষণা তাঁর। শুধু তাই নয়, 2021এর থেকে আরও বেশি আসনে তৃণমূল জয়ী হবেন বলেও দাবি করেন তিনি।
তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেন,”একদিকে কৃষি ,শিল্প ,শিক্ষা,স্বাস্থ্য ,কর্মসংস্থানে আমরা উন্নতি করছি আর তখনই সিপিএম কে বন্ধু বানিয়ে বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছে বিজেপি। এর যোগ্য জবাব বাংলার মানুষ দেবেন। এটাই আমার দৃঢ় বিশ্বাস।”
তৃণমূলের ভাষায় বিজেপি দলনেতা অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ হলেন ‘ডেইলি প্যাসেঞ্জার’ এবং ‘ভোট পাখি’। কারণ ইতিমধ্যেই পুজোর আগেই বাংলায় তিনটি জনসভা করে ফেলেছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার কলকাতা মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে দাঁড়িয়ে মমতার দৃপ্ত কণ্ঠ ‘বিনাযুদ্ধে আমরা ১ ইঞ্চি জমি ছাড়িনি,ছাড়বোও না ওরা এক হলে আমরা ১০০ । আগামী নির্বাচনে আমাদের আরো আসন বাড়বে কারণ আমরা উন্নয়ন করি।’ এস আই আর নিয়েও তিনি চ্যালেঞ্জ করে বলেন ,”জীবন থাকতে কারো ভোটাধিকার ছিনিয়ে নিতে দেব না। যদি কেউ সমীক্ষার নামে আসে কোন তথ্য দেবেন না “। কেন্দ্রকে সরাসরি তোপ দেগে তিনি বলেন,”নির্বাচন এলেই কেন্দ্রীয় এজেন্সির দাপাদাপি বাড়ে ।ইডি, সিবিআই তখন বিজেপির হয়ে কাজ করে। কিন্তু আমি যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম কোনদিনও দেখিনি কেন্দ্রীয় এজেন্সি পলিটিকাল পার্টির হয়ে গিয়েছে।” ‘হাই লোডেড ভাইরাস’, ‘সেলফিশ জায়ান্ট’ এর মত কড়া শব্দে বিজেপিকে বিদ্ধ করেছেন তিনি, এমনকি ‘দুনম্বরি’ বলতেও দ্বিধা করেননি। জনসভায় লাখো ছাত্র-ছাত্রীর সামনে মুখ্যমন্ত্রী বলেন আদালতে গিয়ে নিয়োগ আটকে দিচ্ছে আবার ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফল প্রকাশ করতে দিচ্ছে না যেখানে বিজেপির হয়ে বন্ধু হয়েছে সিপিএম। ছাত্র-ছাত্রীদের প্ল্যাকার্ডের ছিল বাঙালি অস্মিতা। এমনকি ছাত্র সমাবেশের মঞ্চ এবং পরিবেশ ছিল বাংলা ভাষার মর্যাদা রক্ষার প্রেক্ষাপট,সভা মঞ্চের সামনে জয় বাংলা হোর্ডিং । তরুণ ব্রিগেডের উদ্দেশ্যে মমতার আহ্বান “সাধারণ গরিব মানুষের পাশে আমরাই ছিলাম, আছি, থাকবো।”