আজই এসএসসির অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ!

নিজস্ব সংবাদদাতা, ডিজি বাংলা: স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে আগামীর ৭ ও ১৪ সেপ্টেম্বর শুক্রবার, স্পষ্টভাবে মামলার শুনানিতে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট । কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, প্রায় ১,৯০০ অযোগ্য শিক্ষকের নামের তালিকা তৈরি হয়েছে । তিনি বলেছেন, দু-একটি নাম ভুল করে তালিকায় যুক্ত হলেও হতে পারে, তবে তা নজরে আসলে শুধরে নেওয়া হবে । এদিন বিবেক পারিয়া সহ অন্যান্য বনাম পশ্চিমবঙ্গ সরকার মামলার শুনানি ছিল বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতির সতীশচন্দ্র মিশ্রর বেঞ্চে । চাকরিহারা যোগ্য শিক্ষকদের জন্য আলাদাভাবে পরীক্ষা নেওয়ার জন্য আর্জি জানিয়েছিল আবেদনকারীরা, তাদের কথায় ৭ এবং ১৪ সেপ্টেম্বর নতুন প্রার্থীদের সঙ্গে পরীক্ষা দিলে চাকরি পাওয়ার সুযোগ কমতে পারে। কারণ তারা অনেক আগে পরীক্ষা দিয়ে চাকরিতে নিযুক্ত হয়েছিলেন । ফলে এখন নতুন প্রজন্মের পরীক্ষার্থীদের সঙ্গে তারা পেরে উঠবেন না তাই আলাদাভাবে পরীক্ষা নেওয়ার দাবি জানান । তবে বিচারপতি সঞ্জয় কুমার সেই আর্জি মানতে চানিন । শুনানির পর্যবেক্ষণে তিনি বলেন,’ চাকরিহারা যোগ্যরা তো বয়সের ছাড় পাচ্ছেনই । তাছাড়া তারা অভিজ্ঞ তাই পরীক্ষা একসঙ্গেই হবে, আলাদা নয়। পরীক্ষার দিনক্ষণের কোন পরিবর্তন হবে না ।’ এছাড়া যোগ্য শিক্ষকদের মধ্যে নতুন করে নিয়োগ পরীক্ষায় বসবেন তারা নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণি উভয় ক্ষেত্রে সুযোগ পাবেন তাদের প্রফেশনাল এডমিট কার্ড ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে । ফলে আর কোন বিতর্ক নেই।