সরকারি হাসপাতালে এ কী কান্ড! ইঁদুরের কামড়ে আক্রান্ত সদ্যজাত

নিজস্ব প্রতিনিধি, ডিজি বাংলা:- সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মধ্যপ্রদেশের ইনদওরের একটি সরকারি হাসপাতালে গত ৪৮ ঘন্টার মধ্যে দুটি নবজাতক শিশু ইঁদুরের কামড়ে আক্রান্ত । সে রাজ্যের অন্যতম বৃহত্তম সরকারি হাসপাতাল ‘মহারাজা যশবন্তরাও’ চিকিৎসালয়ে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। এই ঘটনা নিয়ে প্রশাসন তদন্তের নির্দেশ দিয়েছে।
ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধ করার জন্য, MYH কর্মীদের ২৪ ঘন্টা নজরদারি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার পর হাসপাতালে জানালায় লোহার জাল লাগানোর কাজ শুরু হয়েছে। ওই ওয়ার্ডে কাজ করা স্বাস্থ্যকর্মীদের বাইরের খাবার ওয়ার্ডে না আনার পরামর্শ দেওয়া হয়েছে।
হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ অশোক যাদব পিটিআই-এর সঙ্গে কথোপকথনে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “গত ৪৮ ঘন্টায় আইসিইউ-তে থাকা একটি শিশুর আঙুলে ইঁদুর কামড় দিয়েছে, অন্যদিকে আরেকটি শিশুর মাথা ও কাঁধে কামড় লেগেছে”। যদিও তিনি বলেছেন যে দুটি শিশুরই জন্মগত শারীরিক সমস্যা ছিল। ঘটনাগুলি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।