SSC-র ‘দাগি’-তালিকায় দুই বিজেপি নেতার ভাই ও স্ত্রী, নাম রয়েছে সিপিএম নেতারও !

নিজস্ব প্রতিনিধি, ডিজি বাংলা:- SSC-র প্রকাশ করা চাকরিহারা ‘দাগি’দের তালিকায় তৃণমূল-যোগের উদাহরণ ভুরি ভুরি। বিরোধীরা কটাক্ষ করে বলছে,’দাগি’র তালিকা বাছতে তৃণমূল উজাড়! কিন্তু, ‘দাগি’ কি শুধু তৃণমূলেই? SSC-র প্রকাশিত তালিকায় খোঁজ মিলেছে বিজেপি-সিপিএম নেতাদের আত্মীয়দেরও!
দাগি’দের তালিকায় ১১২ নম্বরে রয়েছে একটি নাম- অনুপকুমার মৃধা। যিনি উত্তর দিনাজপুরের বিজেপির জেলা সম্পাদক অসীমকুমার মৃধার ভাই। ইসলামপুরের ধানতলা হাইস্কুলে শিক্ষকতা করতেন, ২০১৬ সালের বিধানসভা ভোটে চাকুলিয়ার বিজেপি প্রার্থী ছিলেন অসীমকুমার মৃধা। যদিও অসীমকুমার বলছেন, “বিচারাধীন বিষয়, এ বিষয়ে কিছু বলার নেই। আমার বিশ্বাস সুপ্রিম কোর্ট যোগ্য বিচার করে দোষীদের শাস্তি দেবে।”
দাগিদের তালিকায় ১১৮৬ নম্বরে নাম রয়েছে, সিপিএম নেতা, বনগাঁ এরিয়া কমিটির প্রাক্তন সদস্য রীতেশ ঘোষের। তিনি বলছেন “সুপ্রিম কোর্টের অর্ডারকে ভুল ব্যাখ্যা করে, ইচ্ছাকৃতভাবে SSC যে কাজটা করেছে, এর বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নেব এবং যতদূর যেতে হয়, আমরা যাব।”
দাগিদের তালিকায় ৬৫৩ নম্বরে নাম রয়েছে,বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের। তিনি রামপুরহাটের কুসুম্বা হাই সকুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ছিলেন। লক্ষ্মী বিশ্বাসের স্বামী ও বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের দাবি, “আমরা রাজনৈতিক চক্রান্তের শিকার, তৃণমূল সরকার পরিচালিত এসএসসি ইচ্ছে করে এটা করেছে।”এখন সিপিএম বা বিজেপি এই ঘটনার কী ব্যাখ্যা দেন, সেটাই দেখার।