একাধিক ওষুধের দাম কমতে পারে মাসের শেষে!

নিজস্ব সংবাদদাতা, ডিজি বাংলা: ওষুধের উপর কেন্দ্রীয় সরকার জিএসটি কমানোয় বেশিরভাগ ওষুধের দাম কমতে চলেছে এই মাসের শেষের দিকে। এখন প্রশ্ন হল, দাম কতটা কমতে পারে ? ওষুধ ব্যবসায়ীমহল সূত্রের অধিকাংশ ওষুধের ক্ষেত্রে ১২ শতাংশ জিএসটি বহাল ছিল। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী , তার মধ্যে বিভিন্ন ধরনের ক্যান্সার, অটো ইমিউন ডিজিজ সহ জীবনদায়ী তেত্রিশটি ওষুধের ক্ষেত্রে জি এস টি আর জুড়বেই না । এক ঝটকায় ১২% থেকে শূন্য হয়ে যাচ্ছে।
ব্যান্ডেজ ,সুচ ,সুতো বিভিন্ন রোগ ও রক্ত পরীক্ষার কিট প্রভৃতিতে এতদিন বারো শতাংশ জিএসটি বহাল ছিল। সেগুলির ক্ষেত্রে কমে ৫ শতাংশ হচ্ছে। তবে পোড়খাওয়া ওষুধ ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন , অধিকাংশ ওষুধে জিএস টি ১২% থেকে কমে পাঁচ শতাংশ হয়ে যাওয়া , মানে সাত শতাংশ কম দামে ওষুধ বিক্রি হওয়া- ব্যাপার শুধু এমনটা নয় । প্যাকেজিং ,প্রসেসিং, ওষুধের কাঁচামাল, ওষুধ তৈরি সমস্ত ক্ষেত্রে জিএসটি কমেছে । বিসিডি এর কর্তা শঙ্খ রায় চৌধুরী বলেন, বাইশে সেপ্টেম্বর থেকে ওষুধের দাম কমতে পারে । বেশিরভাগ ওষুধেই নতুন দামের সুপ্রভাব পড়বে, নতুন প্রিন্ট আসছে । ক্রেতাদের আগের থেকে সাত শতাংশেরও অনেকটাই ওষুধ কম দামে পাওয়ার কথা কিন্তু তারা সেই সুবিধা পাবেন কি ? জানতে অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন।