রাজ্য
প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী ইডির নজরে!

নিজস্ব সংবাদদাতা, ডিজি বাংলা: আজ সকাল ১০:৫০ নাগাদ দিল্লীর ইডি দপ্তরে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের যাদবপুর লোকসভার প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী।৬ ঘণ্টা পার হলেও এখনো ইডি দপ্তরের ভিতরেই আছেন তিনি। সূত্রের খবর সকাল থেকে কার্যত ম্যারাথন জেরা করা হচ্ছে তাকে।
তার বিরুদ্ধে মূল অভিযোগ একটি বেটিং অ্যাপের প্রমোশন করার।যেই একই কারণে গতকাল ঊর্বশী রাউতেলা, অঙ্কুশ হাজরাকেও তলব করা হয়েছিল ইডি দপ্তরে। সূত্র মারফত জানা যাচ্ছে , ওই বেটিং অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার জন্য কিভাবে কত টাকা পেয়েছিলেন, বেআইনি জেনেও কেন প্রচার করেছিলেন এইসব বিষয়েই মিমি চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ চলছে কেন্দ্রীয় এজেন্সি।