মহারাষ্ট্রে ঘটে গেলো এক ভয়াবহ দুর্ঘটনা, যা কেও কখনোই আঁচ করতে পারেনি আগে থেকে।নির্বাচনী ভোটের আগে মহারাষ্ট্রের জলগাঁওয়ে খুন হয়ে গেলেন স্থানীয় বিজেপি দলের এক জনপ্রতিনিধি। নিহত বিজেপির জনপ্রতিনিধির নাম রবীন্দ্র খারাট। তার বয়স প্রায় ৫৫ বছর। রবিবার রাতে রবীন্দ্র খারাটের বাড়িতে বেশকয়েক জন দুষ্কৃতী এসে হামলা দেয়। তাদের প্রায় সবার কাছেই ছিল দেশি পিস্তল ও ছুড়ি। দুষ্কৃতীরা রবীন্দ্র খারাটের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। আর ওই গুলিতে নিহত হন রবীন্দ্র খারাট সহ তার পরিবারের আরও ৪ জন। নিহতদের নাম রবীন্দ্র খারাট, রবীন্দ্র খারাটের ভাই সুনীল খারাট, দুই ছেলে প্রেমসাগর খারাট, রোহিত খারাট ও তাদের পরিবারের আরও একজন সদস্যর। দুষ্কৃতীরা গুলি চালিয়ে রবীন্দ্র খারাটের বাড়ি থেকে তারাতারি পালিয়ে যায়। এবং নিহতদের তড়িঘড়ি উদ্ধার করে জলগাঁওয়ের নিকটবর্তী হসপিটালে নিয়ে যাওয়া হয়।তার পর তাদের শরীর থেকে গুলি বের করবার সময় তারা মৃত্যু বরণ করে নেন।এই ঘটনার পরে বেশ আতঙ্কে আছে জলগাঁওয়ের বাসিন্দারা।
পুলিশ সূত্রে জানাযায়, দুষ্কৃতীরা নিজেরাই পিস্তল ও ছুড়ি সহ থানায় এসে আত্মসমর্পণ করে।এবং পুলিশ জানায় এর পেছনে মোটিভ কি , সেটাই খুঁজে বের করবার চেষ্টা করছি। তবে এখনো পর্যন্ত জানা যায়নি তাদের এই কাজ করবার পেছনে কারণ টা কি।
