ষষ্টি থেকে বিজয় দশমীর ভাসানের আগে পর্যন্ত সবার পুজো খুব ভালোভাবেই কেটেছে।কিন্তু ভাসানের সময় ঘটে গেলো মর্মান্তিক ঘটনা।দশমীর দিন রাতে মালদহের বৈষ্ণবনগরের কৃষ্ণপুর গ্রামে ঘটে দুর্ঘটনাটি। দশমীর রাতে নৌকা উল্টে মৃত ৩ শিশু ও নিখোঁজ অনেকে। স্থানীয় সূত্রের খবর, বৈষ্ণবনগরের ভবানী মন্ডল পাড়ার কিছু বাসিন্দা একটি নৌকা করে মহেন্দ্রপুর এলাকায় প্রতিমা বিসর্জন দেখতে যাচ্ছিলো।হঠাৎ নৌকাটি উল্টে যায়,সবাই জলে পরে গেলেও কয়েকজন সাঁতরে কৃষ্ণপুর ঘটে ওঠে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে বৈষ্ণবনগরের পুলিশ আসে ও ডুবুরি নামানো হয়।৩ জন শিশুর মৃতদেহ উদ্ধার করা গেলেও বাকিদের কোনো খোঁজ পাওয়া যায়নি।ছোট একটি নৌকায় ১৫ জনের অধিক ওঠার কারণেই নৌকাটি উল্টে যায়।তবে নিখোঁজদের তল্লাশি চালানো হচ্ছে ডুবুরি দিয়ে।মৃতদের নাম প্রেমকুমার মন্ডল বয়স ৪ বছর, ধীরাজ মন্ডল বয়স ১১ বছর, ও জুলি মন্ডল বয়স ৬ বছর বলে জানা গিয়েছে।
