দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পুনের মাঠে ২৫৪ রানে এক বিধ্বংসী সেঞ্চুরী হাকালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, সেই সাথে গড়ে ফেললেন সর্বাধিক দ্বিশত রানের রেকর্ড। প্রথম দিন ছিল মায়াঙ্ক আগারওয়ালের, কিন্তু দ্বিতীয় দিনে ক্রিসে এসে দখলদারী নেন বিরাট এবং ৫ উইকেটে ৬০১ রান তুলে প্রহম ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত অধিনায়ক। এখন দেখার বিষয় খেলার ফলাফল কি হয়।
