খেজুরিতে বিজেপির সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমন করল সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর ।তিনি বলেন
“গতকাল নন্দীগ্রামে মমতার সভা ছিল আসলে আসাদউদ্দিন ওয়েসি-র সভা।কারা সভায় এসেছিলেন সবাই জানে।রাজনৈতিকভাবে হতাশাগ্রস্ত, কোথায় সভা করছেন জানেন না। পাঁচ বছর অন্তর আসেন। মমতার সবার নাম দেখে পড়ছিলেন, শুভেন্দুকে টুকলি করতে হয় না। ৫ জায়গায় হামলা হয়েছে। মমতার দেহ নন্দীগ্রামে, আত্মা কলকাতায়। মমতার শুকনো ঘাসফুলকে টাটা বাই বাই করেছেন লকেট। সিঙ্গুর শুধুই পাঠ্যপুস্তকে। সিবিআই চার্জশিটে নাম থাকা সত্যজিতের জামিনের ব্যবস্থা করেছেন মমতা। সত্যজিতকে তৃণমূলে নিয়েছেন। এক জায়গায় দাঁড়ান, দু জায়গায় দাঁড়ালে চলবে না। নন্দীগ্রামেই দাঁড়াতে হবে মমতাকে।’ তিনি আরও বলেন ।
“তোলাবাজ ভ্রাতুষ্পুত্র যা বলবে তাই হবে। কার ভরসায় নন্দীগ্রামে দাঁড়াবেন মমতা ? আমফানের টাকা চোর, এখন করোনার টিকা চোর।মেজ বোন, বড় বোন, যাই হোক, দু জায়গায় দাঁড়াতে দেব না। এখন থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে লেটারপ্যাড তৈরি রাখুন। রবিবার পর্যন্ত পুলিশকে সময় দিলাম। না হলে সোমবার তমলুকে বসে থাকব। আনিসুরকে গ্রেফতার করেছে তো তৃণমূল। শুধু মিথ্যা কথা বলছেন মমতা। তোলাশ্রী পুরষ্কার পাবেন ভাইপো। মিথ্যাশ্রী পুরষ্কার পাবেন মমতা। আমি আর বাবুল যেখানে পানা পরিষ্কার করব।’