শহর

অস্বাস্থ্যকর শহরের তকমা পেল কৃষ্ণনগর

ডিজি বাংলা ২৭ নভেম্বর ২০২৪: ধীরে ধীরে পশ্চিমবঙ্গের প্রতিটি শহরেরই দূষণ মাত্রা বৃদ্ধি পাচ্ছে। প্রতিটি শহরেই দিনের পর দিন বেড়ে চলেছে পেট্রোল ডিজেল চালিত যানবাহনের সংখ্যা সেই সাথে বৃক্ষ নিধন এবং জলাশয় ভরাট করে বহু দল নির্মাণ। ফলশ্রুতি হিসাবে ধীরে ধীরে নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য,বাড়ছে বাতাসে দূষণের মাত্রা। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রায় ডজনখানেক পুরসভা আছে যেগুলির দূষণ মাত্রা বিপজ্জনক পর্যায়ে রয়েছে।
ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম (NCPA) এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মারাত্মকভাবে দূষণ যুক্ত পুরসভা গুলিকে দূষণমুক্ত করবার জন্য যথেষ্ট অর্থ দেওয়া হচ্ছে।
এই প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের সাতটি শহরের বায়ু দূষণমুক্ত করবার জন্য আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। যে শহরগুলি আর্থিক সাহায্য পাচ্ছে সেগুলি হল কলকাতা,দুর্গাপুর,আসানসোল,ব্যারাকপুর, হলদিয়া,হাওড়া এবং রানীগঞ্জ।
বাতাসে দূষণ মাত্রার পরিমাণে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গের অন্যান্য শহরগুলি। বাতাসে দূষণের মাত্রা ০-৫০ হলে ভালো অথচ পশ্চিমবঙ্গের  অসংখ্য পুর শহরের মাত্রা হয় খারাপ না হয় অস্বাস্থ্যকর কিংবা মারাত্মক অস্বাস্থ্যকর। খারাপ, অস্বাস্থ্যকর এবং মারাত্মক অস্বাস্থ্যকর তালিকাভুক্ত শহরগুলির মধ্যে রয়েছে মেদনীপুর, কৃষ্ণনগর,আলিপুরদুয়ার,বর্ধমান,হাবরা, হাওড়া, আসানসোল, ব্যারাকপুর, হলদিয়া, বনগাঁ এবং কলকাতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button