সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক

নিজস্ব প্রতিনিধি, ডিজি বাংলা: মঙ্গলবার রাত থেকে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে কেন্দ্রের তিনটি সংবিধান সংশোধনী বিল । বিল পেশের সময় লোকসভায় প্রতিবাদের ঝড় তুলেছিলেন তৃণমূল কংগ্রেসের এম.পি -রা । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী বিরুদ্ধাচারণ করেছেন এই বিলের।তাদের মতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পেশ করা এই বিলের টার্গেট যে বিজেপি বিরোধী রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা তা কার্যতই স্পষ্ট । বহুদিন ধরেই তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস অভিযোগ করে আসছে যে ইডি ও সিবিআই-কে কাজে লাগিয়ে কৌশল করে বিরোধীদল গুলোর সদস্যবৃন্দদের জেলে ঢোকানোর প্রচেষ্টা করা হচ্ছে বিজেপি সরকারের পক্ষ থেকে। মমতা ব্যানার্জী এই নিয়ে আশঙ্কায় রয়েছেন এবং তিনি এও বলেন যে “এই বিলে আদালতের ক্ষমতাকে খর্ব করা হচ্ছে,এটা বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নেওয়ার শামিল। গণতন্ত্রের উপর হিটলারের আঘাত। এক ব্যক্তি, একদল, এক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করার এর মূল লক্ষ্য। ইডি, সিবিআই-কে কাজে লাগিয়ে নির্বাচিত রাজ্য সরকারের কাজে হস্তক্ষেপ করার চেষ্টা করছে ।” শুধু মুখ্যমন্ত্রী নন কলকাতায় বসে সমানভাবে সুর তুলেছেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর চ্যালেঞ্জ,”বিচার ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মাত্র ২৪০ জন সাংসদ কে নিয়ে গণতন্ত্রকে বুলডোস করার চেষ্টা করছে বিজেপি। এই বিল কোনদিনও পাস হবে না।” মুখ্যমন্ত্রী তাঁর প্রতিবাদী কন্ঠে গর্জে উঠে সোশ্যাল মিডিয়ায় লিখলেন-“কালো দিন, কালো বিল! এই বিল প্রমাণ করছে দেশের ‘সুপার’ জরুরী অবস্থা চলছে। ভারতের গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মৃত্যুঘন্টা বাজিয়ে দিয়েছে মোদি সরকার। একনায়কতন্ত্র কায়েমের আরও একটি পদক্ষেপ এই বিল।”