
নিজস্ব প্রতিনিধি, ডিজি বাংলা:- সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল DA মামলার শুনানি। বিচারপতি সঞ্জয় করোলের বেঞ্চে আইটেম নম্বর চার ছিল পশ্চিমবঙ্গের ডিএ মামলা, সেই মতো আদালতের কার্যক্রম শুরু হয় আজ। কিন্তু রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল জানান যে ‘কম্বিনেশনে’ আদালত বসেছে তাতে আজ মামলা শুনানি হতে পারে না । বিচারপতি কারোলের সঙ্গে আদালতে ছিলেন না বিচারপতি গোপাল সুব্রক্ষণ্যম। পরিবর্তে উপস্থিত ছিলেন বিচারপতি মেহতা।
বিচারপতি কারোল জানান আজ ডিএ মামলার শুনানি করবে না তাঁরা। আগামী মাসের প্রথমেই মামলার শুনানি রাখবেন তাঁরা। সিব্বল আবেদন করেন ১০ তারিখের পর কোন একটা তারিখে শুনানি হলে ভালো হয়। এর আগে ডিএ মামলা শুনানিতে মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছিল দিয়ে ডিএ আদৌ মৌলিক অধিকার কিনা । রাজ্য সরকারের আইনজীবীরা জানান,’ যে মূল্য বৃদ্ধিকে সামনে রেখে সহানুভূতি থেকেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ দেওয়া হয়। কিন্তু রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের হারে ডিএ দিতে হবে বলে কোথাও লেখা নেই, সেই নিয়ে চাপ সৃষ্টি করা যায় না রাজ্যের উপর। কারণ দিয়ে তাদের মৌলিক বা আইনি অধিকারের মধ্যে পড়ে না।’ দেশের ১৩ টি রাজ্যে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হয় না সেই কথাও তুলে ধরেন রাজ্য সরকারের আইনজীবীরা । ১০০ দিনের কাজ ,আবাস যোজনার কোন টাকায় যে কেন্দ্র দেয়নি, রাজ্যের আর্থিক অবস্থা যে তেমন নয় সে কথাও তুলে ধরা হয়।