
নিজস্ব সংবাদদাতা, ডিজি বাংলা: দুদিনের জাপান সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের সঙ্গে আমেরিকার শুল্ক ও নীতি নিয়ে চলা দ্বন্দ্বের আবহে এই সফর বেশ গুরুত্বপুর্ণ । এরই মধ্যে জাপানের তরফে বলা হয়েছে, আগামী দশকে ভারতে প্রায় ৬০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে জাপান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন ,ভারত ও জাপানের মধ্যে দীর্ঘ মেয়াদী চুক্তি হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেমি-কন্ডাক্টর সহ একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করবে জাপান। আজ জাপান সফর শেষ করে চিনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী রওনা দেবেন। চীনের তিয়ানজিনে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন সম্মেলনে যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর।
প্রতিরক্ষা এবং মহাকাশ মিশন গুলিতেও অর্থনৈতিক অংশীদারিত্বকে বৃদ্ধি করে ১০ বছরের রোড ম্যাপ সহ বেশ কয়েকটি বড় চুক্তি স্বাক্ষর করেছেন। শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে সাক্ষাৎ হয় নরেন্দ্র মোদির।
বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন , “আমাদের পরবর্তী প্রজন্মের জন্য নিরাপত্তা এবং সমৃদ্ধির জন্য অংশীদারিত্ব শীর্ষক একটি যৌথ বিবৃতিও আজ জারি করা হয়েছে। দুই নেতাই এক উন্মুক্ত ইন্দো- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি তাঁদের অঙ্গীকারের কথা জানিয়েছেন। মোদী আরও একবার নিশ্চিত করে জানিয়েছেন যে জাপান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়েছে ।” দুদিনের সফরে গিয়ে বুলেট ট্রেনে চড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টোকিও থেকে সেন্ডাই পর্যন্ত এই সফরে তাঁর সঙ্গী ছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা।