রাজ্য

‘ঘাটাল মাস্টার প্লানে এক পয়সা দেব না বিশ্ব ব্যাঙ্কের থেকে ঋণ নিক ওরা ‘

নিজস্ব প্রতিনিধি, ডিজি বাংলা:- দক্ষিণবঙ্গের বন্যা রোধে ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘ দিনের পুরনো দাবি। ঘাটাল, দাসপুর , তমলুক , চন্দ্রকোনা সহ প্রায় দশটি এলাকার ২৫ লক্ষ বাসিন্দা বর্ষা এলেই আশঙ্কায় থাকেন ।তাই বন্যা রোধে কেন্দ্র ও রাজ্য যৌথ ভাবে 60:40 অনুপাতিক হারে খরচ করে ঘাটাল মাস্টার প্ল্যান নির্মাণের কথা। কিন্তু এদিন কেন্দ্রীয় মন্ত্রী সি.আর পাতিল মন্ত্রকের সচিব দেবশ্রী মুখোপাধ্যায়ের থেকে বিষয়টি জেনে বলেন “টাকা দিতে পারব না” । অর্থাৎ বুঝিয়ে দিলেন এ বিষয়ে কোন দায় নেবে না মোদি সরকার ।

কেন্দ্রীয় জল সম্পদ উন্নয়ন মন্ত্রীর এই মন্তব্যে প্রবল ক্ষুব্ধ রাজ্যের সেচ ও জলসম্পদমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া । তিনি বলেন “কেন্দ্রীয় মন্ত্রী তাহলে ফের বাংলাকে বঞ্চনার কথাই শুনিয়ে দিলেন। ভোট এলেই বঙ্গ বিজেপি প্রচার করে,ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা পাইয়ে দেব । তারা যে মিথ্যে বলছে এদিন মন্ত্রীর কথাতেই তা প্রমাণিত । কারণ শুধু প্রায় দেড় হাজার কোটি টাকার এই প্রকল্পই নয় , রাজ্যের কান্দি , কেলেঘাই-কপালেশ্বরী নদী প্রকল্পের কাজেও কেন্দ্র ২৬৩ কোটি টাকা দেয়নি।” টাকা না দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য ঋণ নেওয়ার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। এই প্রসঙ্গে মানস বাবু আরও বলেন,”বিশ্ব ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরামর্শ দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী! তাহলে জেনে রাখুন, সুন্দরবনের আপার এবং লোয়ার ডেল্টা প্রকল্প বিশ্ব ব্যাংকের কাছে ঋণ নিয়ে করবেন বলে ঠিক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নেদারল্যান্ডস থেকে কারিগরি বিশেষজ্ঞরা এসে দেখেও গেছেন । বিশ্ব ব্যাংকের থেকে ৭০% ঋণ নেওয়া হবে ।তার জন্য নিয়ম মেনে কেন্দ্রের কাছে ফাইলও পাঠানো হয়েছে । কিন্তু সেই অনুমোদনও দেওয়া হচ্ছেনা । আসলে মোদি সরকার বাংলাকে বঞ্চনা করবে বলেই ঠিক করে রেখেছে । মনে রাখবেন , সামনের বছর ভোট। মানুষ সময়মতো সবকিছুর জবাব দেবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button