‘জড়িত তো ওরাই না…’ যাদবপুরে মৃত ছাত্রীর বাবার সন্দেহের তালিকায় কারা?

নিজস্ব সংবাদদাতা, ডিজি বাংলা: যাদবপুরের ছাত্রী অনামিকাকে খুন করা হয়েছে বলে সোমবার থানায় অভিযোগ দায়ের করেন নিহত ছাত্রীর বাবা,মা এবং বাড়ী ফিরে মেয়ের সহপাঠীদের দিকেও অভিযোগের আঙুল তোলেন অনামিকার বাবা। তাঁদের দাবি , অন্ধকারে তাঁদের মেয়ে ভয় পেত, সেই মেয়েটা অন্ধকারে যাবে কেন ? শুরু থেকেই এই প্রশ্নের উত্তর পাননি তারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং মেয়ের সহপাঠীদের খোঁজ না নেওয়ায় মা বাবার গলায় শোনা যায় ক্ষোভের সুর । অনামিকার বাবা বললেন – ‘মাকে ভিডিও পাঠাচ্ছিল নটা আট-এ মায়ের সঙ্গে কথা হলো।বলল আরো ভিডিও পাঠাচ্ছি। মা বলল আর পাঠাতে হবে না। এবার বেরিয়ে আয়। বলল সাড়ে নটায় বেরিয়ে যাব ।’ এর মধ্যে কি এমন ঘটল সেটাই বুঝে উঠতে পারছে না পরিবার। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন , ‘কেউ যোগাযোগ করেনি, কেউ ফোন করেনি। তার কারণ জড়িত তো ওরাই না…’
বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে এসে কখনো ছবি,কখনো ভিডিও তুলে অনামিকা তাঁর বাবা মাকে পাঠিয়েছেন। হোয়াটসঅ্যাপে মা , বাবা আর মেয়ের গ্রুপে বৃহস্পতিবার সন্ধ্যের সাতটা বাইশে অনামিকা পাঠান অনুষ্ঠানের ছবি । এরপর রাত ৮:৫৬ ও রাত ৯:০১ মিনিটে অনুষ্ঠানের দুটি ভিডিও পাঠান।
অন্যদিকে পুলিশ সূত্রে খবর পোস্ট মর্টেম রিপোর্ট বলছে জলে ডুবেই মৃত্যু হয়েছে অনামিকার।এখন কিভাবে জলে পড়ল ছাত্রী?সত্যিই কি তার সহপাঠীরা এই বিষয়ে কিছু জানে?উঠে আসছে একাধিক প্রশ্ন।