বৃষ্টির জেরে বাতিল হতে পারে মোহনবাগান-মুম্বাই সিটি ম্যাচ।

ডিজি বাংলা ১৩ সেপ্টেম্বর: ২০২৪-২৫ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) প্রথম ম্যাচ কি বাতিল হতে চলেছে? আকাশের যা পরিস্থিতি তাতে করে মনে হচ্ছে আইএসএল এর প্রথম ম্যাচ দেখা থেকে বঞ্চিত হতে পারেন ফুটবলপ্রেমীরা। আজ শুক্রবার আইএসএল টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতার মোহনবাগান ক্লাব এবং মুম্বাই সিটি এফসি। আর কিছুক্ষণ পরেই বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ হওয়ার কথা। কিন্তু আকাশের যা পরিস্থিতি এবং মাঝেমধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামছে তাতে করে অনেকেই সন্দেহ করছেন এই ম্যাচ বৃষ্টির কারণে না ভেস্তে যায়। সবুজ মেরুন সমর্থকদের মধ্যে এই ম্যাচ ঘিরে প্রবল উদ্দীপনা এবং উন্মাদনা তৈরি হয়েছে। এর আগে দু-দুবার সবুজ মেরুন দল আইএসএল এর উদ্বোধনী ম্যাচে জয় লাভ করে। স্বাভাবিকভাবেই সল্টলেক ফুটবল স্টেডিয়ামে সবুজ-মেরুন সমর্থকরা প্রত্যাশা মতই ভীড় জমাবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই।