echo (""); error_reporting(0); “স্বনির্ভর গোষ্ঠী তৈরির শীর্ষে নদীয়া” - Digi Bangla
Uncategorized

“স্বনির্ভর গোষ্ঠী তৈরির শীর্ষে নদীয়া”

ডিজি বাংলা,২৭-০৩-২৩:– ২০২২ ২৩ অর্থবর্ষে সমগ্র রাজ্যের মধ্যে নদীয়া জেলা স্বনির্ভর গোষ্ঠী তৈরির ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি বিভাগের অধীনে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে জেলায় জেলায় তৈরি হয় স্বনির্ভর গোষ্ঠী। মূলত মহিলারা এই গোষ্ঠী তৈরি করে থাকেন। এই আনন্দধারা প্রকল্পের আওতায় মার্চ মাস পর্যন্ত জেলায় প্রায় ১৭ হাজারেরও বেশি স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে। সব মিলিয়ে জেলায় বর্তমানে স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ৫৭ হাজার ৪৫৭ টি বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। বর্তমানে প্রায় ছয় লক্ষের কাছাকাছি মহিলা এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে চলেছে। বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের ইউনিফর্মের কাজ মূলত পশ্চিমবঙ্গে এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা করে থাকে। সরকারের বেশ কিছু দপ্তর যেমন স্বাস্থ্য দপ্তরের আশা কর্মী, নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের অঙ্গনওয়াড়ী কর্মী,বিপর্যয় মোকাবিলা দপ্তরের ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের সিভিক ভলেন্টিয়ারদের পোশাকও এবার থেকে তৈরি করবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই। ন্যূনতম সুদে এই গোষ্ঠীর মেয়েদেরকে লোন দেওয়া হয় এবং ঊর্ধ্বতন লোনের পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকা। প্রশাসন সূত্রে জানা গেছে স্বনির্ভর গোষ্ঠী গঠনে জেলার মধ্যে সবার প্রথমে রয়েছে করিমপুর ১ নং ব্লক।তারপর রয়েছে যথাক্রমে নাকাশিপাড়া ব্লক এবং চাপড়া ব্লক।

About the author

Deb Chakraborty

Leave a Comment