echo (""); error_reporting(0); বাম কংগ্রেসের মধুচন্দ্রিমা শেষ। পঞ্চায়েতে মুখোমুখি - Digi Bangla
Uncategorized

বাম কংগ্রেসের মধুচন্দ্রিমা শেষ। পঞ্চায়েতে মুখোমুখি

ডিজি বাংলা ১২-০৬-২৩:– ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসকে হারাবার উদ্দেশ্যে সম্পূর্ণ বিপরীত মতাদর্শে বিশ্বাসী দুটি দল বাম এবং কংগ্রেসের অশুভ জোট হয়েছিল। কিন্তু মাত্র দু বছরের ব্যবধানে সেই জোট ভেঙে চুরমার হয়ে গেল। সৌজন্যে সাগরদিঘী মডেল। মাত্র কয়েক মাস আগে সাগরদিঘির উপনির্বাচনে বাম কংগ্রেস জোটের সম্মিলিত প্রার্থী বাইরন বিশ্বাস ব্যাপক ভোটের ব্যবধানে হারিয়ে দেয় তৃণমূল কংগ্রেস প্রার্থীকে। বিজেপিকে ঠেলে দেয় তৃতীয় স্থানে। তারপর পশ্চিমবঙ্গের বুকে বাম এবং কংগ্রেসের মধ্যে এক নব জোয়ারের উন্মাদনা সৃষ্টি হয়। কিন্তু কিছুদিন আগে হঠাৎ করে নির্বাচিত বিধায় বায়রন বিশ্বাস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যোগদান করে তৃণমূল আর সেই দিন থেকেই শুরু হয় বাম কংগ্রেসের ঝগড়া। মধুচন্দ্রিমার মধু শেষ হয়ে যায়। এখন নিমপাতায় ভরপুর দুটি দলের সম্পর্ক। আগামী পঞ্চায়েত নির্বাচনে বিশেষ করে নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় বামফ্রন্ট সবকটি জেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়ে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বিশেষ করে নদীয়া জেলার ৫২ টি জেলা পরিষদের আসনের প্রত্যেকটিতেই বামপন্থী প্রার্থীরা লড়বে বলে সিদ্ধান্ত হয়েছে এবং প্রার্থী তালিকা ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে। আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে যখন বিজেপি বিরোধী জোট শক্তিশালী হওয়ার চেষ্টা করছে তখন ই কংগ্রেসের সাথে সিপিএমের এই সম্পর্কচ্ছেদ জাতীয় রাজনীতিতে কি প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়।

About the author

Deb Chakraborty

Leave a Comment