echo (""); error_reporting(0); “কেমন চলছে কৃষ্ণনগর পৌরসভা – এক বছরের খতিয়ান” - Digi Bangla
Uncategorized

“কেমন চলছে কৃষ্ণনগর পৌরসভা – এক বছরের খতিয়ান”

ডিজি বাংলা ২১-০৩-২৩:– দেখতে দেখতে একটা বছর অতিক্রান্ত হয়ে গেল। এক বছর আগে শতাব্দী প্রাচীন কৃষ্ণনগর পৌরসভার প্রথম মহিলা পৌরপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতি রীতা দাস। ঐতিহ্য আর বনেদিয়ানার মেলবন্ধনে গড়ে ওঠা এই বর্ধিষ্ণু শহরের পৌরপ্রধান হিসাবে এই এক বছরে তিনি কতটা সফল? শহর পরিক্রমা করে দেখা গেল বিগত পৌর বোর্ডের তুলনায় এই এক বছরে বর্তমান পৌর বোর্ড পৌর পরিষেবার ক্ষেত্রে যথেষ্ট সাফল্য দেখাতে সক্ষম হয়েছে। এই এক বছরে বর্তমান পৌর বোর্ডের সর্বাধিক উল্লেখযোগ্য কাজ হল মূল রাস্তা গুলির সম্প্রসারণ। পোস্ট অফিসের মোড় থেকে কদমতলা ঘাট, অন্যদিকে এ.ভি স্কুলের মোড় থেকে আনন্দময়ী তলা হয়ে কালিনগর পর্যন্ত রাস্তার সম্প্রসারণ, পাশাপাশি শক্তিনগর জেলা হাসপাতালের সামনে দিয়ে তারক দাস ব্যানার্জি রোডের সম্প্রসারণ,এছাড়াও আরো বেশ কিছু রাস্তার সংস্কার এবং মান উন্নয়নের কাজে যথেষ্ট সাফল্য দেখিয়েছে বর্তমান পৌর বোর্ড। বর্তমান পৌর বোর্ডের আরও একটি উল্লেখযোগ্য কাজ হল শহরের সৌন্দর্য বৃদ্ধি। শহরের গুরুত্বপূর্ণ জায়গা গুলিতে বিশেষ করে পোস্ট অফিসের মোড়, পৌরসভার মোড়, সদর হসপিটাল মোড়,এভি স্কুলের মোড় এবং গৌড়ীয় মঠের পাশে যে আলোকোজ্জ্বল ফোয়ারা নির্মাণ করা হয়েছে সেগুলি নিঃসন্দেহে শহরের সৌন্দর্য বৃদ্ধি ঘটিয়েছে। এর সাথে সিএমএস স্কুলের পাশে একটি উন্মুক্ত কাফে নির্মাণ করা বর্তমান পৌর বোর্ডের একটি অত্যন্ত উল্লেখযোগ্য পদক্ষেপ। সর্বোপরি নিয়মিত শহরের রাস্তা পরিষ্কার করা এবং বাড়ি বাড়ি থেকে জঞ্জাল সংগ্রহ করা এই দুটি কাজের জন্য শহরবাসীর প্রশংসা কুড়িয়েছে বর্তমান পৌর বোর্ড। বর্তমানে শহরবাসী একটি সমস্যার হাত থেকে মুক্তি পেতে চাইছে, সেটি হলো টোটো দৌরাত্ম্য।শহরবাসীর সাথে কথা বলে বোঝা গেল আপাতত যদি টোটো সমস্যার সমাধান করতে পারেন বর্তমান পৌর প্রধান তাহলে মানুষ তাকে দশে দশ দেবার পক্ষপাতি।

About the author

Deb Chakraborty

Leave a Comment