echo (""); error_reporting(0); “সাংসদ পদ খারিজ হলো রাহুল গান্ধীর” - Digi Bangla
Uncategorized

“সাংসদ পদ খারিজ হলো রাহুল গান্ধীর”

ডিজি বাংলা ২৪-০৩-২৩:— কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পথ খারিজ করে দেয়া হলো আজ। লোকসভার সচিবালয় থেকে এক বিবৃতি দিয়ে একথা জানান হয়েছে। ২০১৯ সালের লোকসভায় নির্বাচনের সময় সুরাটের একটি নির্বাচনী জনসভা থেকে রাহুল গান্ধী “মোদি”পদবি নিয়ে কিছু আপত্তিকর মন্তব্য করেছিলেন।গুজরাট মন্ত্রিসভার এক সদস্য এই আপত্তিকর মন্তব্য করার জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে সুরাট হাইকোর্টে মামলা দায়ের করেন। গতকাল সেই মামলার চূড়ান্ত রায় ঘোষিত হয় এবং সেখানে এই আপত্তিকর এবং অবমাননাকর মন্তব্যের জন্য আদালত রাহুল গান্ধীকে দু বছরের কারাদন্ড দেওয়া হয় যদিও রাহুল গান্ধী জামিনে মুক্তি পান। যেহেতু রাহুল গান্ধী সাজা পেয়েছেন সেই কারণে ভারতীয় সংবিধানের জনপ্রতিনিধিত্ব আইনের ৮/৩ ধারা অনুসারে রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিল করে দেওয়া হলো বলে জানানো হয়েছে লোকসভার সচিবালয় থেকে। আইনের উর্ধ্বে কেউ নয়। সুতরাং সে দিক দিয়ে বিচার করলে আদালতের রায় অনুসারে রাহুল গান্ধীর সদস্যপদ বাতিল হওয়ার মধ্যে কোন নতুনত্ব কিছু নেই কিংবা এটাই প্রথম নয় যে কোন সাংসদের সদস্যপদ বাতিল হল। আগামী দিনে কোন উচ্চ আদালতে রাহুল গান্ধীর বিরুদ্ধে ঘোষিত সাজা যদি রদ না হয় তাহলে আগামী ২০২৪ এর লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

About the author

Deb Chakraborty

Leave a Comment