echo (""); error_reporting(0); পথশ্রী প্রকল্পের উদ্বোধন ২৮ মার্চ - Digi Bangla
Uncategorized

পথশ্রী প্রকল্পের উদ্বোধন ২৮ মার্চ

ডিজি বাংলা ২৫-০৩-২৩:— কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী আগামী ২৯ শে মার্চ। তার আগের দিন ২৮ শে মার্চ হুগলির সিঙ্গুর থেকে উদ্বোধন করবেন পথশ্রী প্রকল্পের। ২০২৩-২৪ অর্থ বর্ষের বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন রাজ্যে মোট ১২ হাজার ৮২১ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে এবং তার জন্য ৩০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। সেই প্রকল্পের প্রতীকী শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। রাজ্যের অন্যান্য জেলাতেও ঐদিন একই সাথে ভার্চুয়াল মাধ্যমে যোগসূত্র রাখা হবে। তৃণমূল সরকারের ক্ষমতা দখলের পিছনে সিঙ্গুরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। স্বাভাবিকভাবেই সেই সিঙ্গুর থেকে এত দীর্ঘ কিলোমিটার রাস্তা উদ্বোধনের যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা রাজনৈতিকভাবে ভীষণ তাৎপর্যপূর্ণ। বর্তমানে তৃণমূল সরকার বিভিন্ন দুর্নীতি সংক্রান্ত অভিযোগ ভীষণভাবে চাপে আছে। শুধুমাত্র উন্নয়নকে সামনে রেখেই আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে লড়াইয়ের ময়দানে নামতে হচ্ছে।

About the author

Deb Chakraborty

Leave a Comment